বগুড়ার আটাপাড়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩২
photo

বগুড়া জেলা প্রতিনিধি :-শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের ১নং ওয়ার্ডের ফুলবাড়ী আটাপাড়া এলাকায় গণসংযোগ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ১নং ওয়ার্ড আমীর জামিরুল হক,২ নং ওয়ার্ড আমীর আবু বক্কর সিদ্দিক, ১৬নং ওয়ার্ড আমীর রেজাউল করিম, রাজাবাজার ব্যবসাযী সমিতির সভাপতি আব্দুল হান্নান, জামায়াত নেতা জাকারিয়া ইসলাম,নামিরুল হক জার্জিস, মাহবুব আলী, মুনছুর আলী, আব্দুল ওয়াদুদ, আসলাম শেখ প্রমুখ।

 

পরে পানি উন্নয়ন বোর্ডের সামনে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত,ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।  
 

শেয়ার করুন