অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে দিনাজপুর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ সরাসরি দুদকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সততা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধই এ গণশুনানির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে আগে নিজেকে ও নিজের প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিজে দুর্নীতিতে জড়িয়ে অন্যকে দুর্নীতিমুক্ত করার কথা বলা সম্ভব নয়। আত্মশুদ্ধি ও ব্যক্তিগত সততাই দুর্নীতি প্রতিরোধের প্রথম শর্ত।
প্রত্যেক মানুষ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়া সম্ভব হবে।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (তদন্ত) মো. আখতার হোসেন, দুদকের পরিচালক মো. নুরুল হুদা এবং দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।
গণশুনানিতে মোট ১৩০টি অভিযোগ উত্থাপিত হয়। সরকারি পর্যায়ের ১২৭টি প্রতিষ্ঠান, বেসরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।