পলাশবাড়ীতে শহীদ নাজমুস সাকিব ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৫৭
photo


পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ নাজমুস সাকিব ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫নং মহদীপুর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

শনিবার (৮ নভেম্বর)  বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেয় ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ডের দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দাপটপূর্ণ খেলা মাঠে জমিয়ে তোলে। চমৎকার পাসিং, গ্যালারিতে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে পুরো মাঠ মুহূর্তেই উৎসবে পরিণত হয়। শেষ পর্যন্ত ৪নং ওয়ার্ডের দল ৫–১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির  আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান  মাষ্টার আবু তালেব সরকার, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলা-ধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও মানবিক হতে অনুপ্রাণিত করে। খেলাধুলার মাধ্যমেই সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

শেয়ার করুন