পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০১:৪৮
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
 

‎উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার মাঠ হতে র‍্যালি বের করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। র‍্যালিটি উপজেলার বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি'র সভাপতি মাহমুদুন্নবী পলাশের  সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি'র আহŸায়ক ২৪ রংর্পু-৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান শাহিন ও উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ প্রমুখ।
 

উপজেলা বিএনপি সাধারন সম্পদক জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

‎উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

শেয়ার করুন