আদমদীঘিতে ধারালো বটি নিয়ে মানুষের উপড় চড়াও,নারী গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১০:০৭
photo

আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ধারালো বটি নিয়ে সাধারণ মানুষদের উপর ধাওয়া করার ঘটনায় বুলবুলি বেগম (৩০) নামের স্বামী পরিত্যক্তা এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় আদমদীঘির দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বুলবুলি বেগম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম গ্রামের খোকা মন্ডলের মেয়ে। 
 

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামের ওই নারী গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতে ধারালো বটি নিয়ে গুচ্ছগ্রামের লোকজনের পিছনে ধাওয়া করছে।

 

বিষয়টি জাতীয় ৯৯৯ নম্বরে মাধ্যমে সংবাদ পেয়ে থানার উপ পরিদর্শক হজরত আলী ফোর্সসহ ঘটনাস্থলে যান। সেখানে উক্ত নারীকে উত্তেজিত অবস্থায় তাকে আটক করা হয়।

 

স্থানীয়রা জানান, গত ৪ নভেম্বর বুলবুলির বিরুদ্ধে বিড়াল বটি দিয়ে জবাই করে হত্যা সংক্রান্ত আদমদীঘি থানায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য এমরান হোসেন বাদি হয়ে একটি জিডি করেন। 
 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী ঝগড়াটে ও বদমেজাজি ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি

শেয়ার করুন