বগুড়ায় ০৫ কেজি ১০০গ্রাম গাজা সহ গ্রেফতার ০১।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৩৮
photo

আজ ০৪/০৯/২০২৫ ইং ০১:৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর পোস্ট করা কালে ০৫(পাচ) কেজি ১০০গ্রাম মাদকদ্রব্য ও ১০ কেজি চাল উদ্ধারসহ (১) মোঃ মতিয়ার রহমান (৫০) পিতা-মৃত আজিজার রহমান, মাতা-মৃত মর্জিনা বেগম, সাং-মৌভাষা গুলাই বুদাই,থানা-কোতয়ালী, জেলা -রংপুর মেট্রোপলিটন রংপুরকে গ্রেফতার করা হয়।

 

মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন