বগুড়ায় ০৫ কেজি ১০০গ্রাম গাজা সহ গ্রেফতার ০১।


আজ ০৪/০৯/২০২৫ ইং ০১:৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর পোস্ট করা কালে ০৫(পাচ) কেজি ১০০গ্রাম মাদকদ্রব্য ও ১০ কেজি চাল উদ্ধারসহ (১) মোঃ মতিয়ার রহমান (৫০) পিতা-মৃত আজিজার রহমান, মাতা-মৃত মর্জিনা বেগম, সাং-মৌভাষা গুলাই বুদাই,থানা-কোতয়ালী, জেলা -রংপুর মেট্রোপলিটন রংপুরকে গ্রেফতার করা হয়।

 

মামলা রুজু প্রক্রিয়াধীন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।