শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
23 Aug 2025 05:02 am
![]() |
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-মাদারীপুরের শিবচরে ছাদিয়া আক্তার নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।সে শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।এ ঘটনায় বুধবার (১৩ আগস্ট) নিখোঁজ ছাত্রীর পরিবার শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছাদিয়া বুধবার(১৩আগস্ট) দুপুরে স্কুলের কথা বলে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন আজ ১৪আগস্ট শিবচর থানায় নিঁখোজের সাধারণ ডায়েরি করেন। সন্তানের খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে।