শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
23 Aug 2025 07:22 pm
![]() |
এসএম সিরাজ বগুড়া:-বগুড়ায় এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির বগুড়া শহর শাখা।বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের টিটু মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।
শহর সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত নীপা রানী সরকার বলেন সকল আলোচনা শুনে ভালো লাগলো। যদি শিক্ষা জীবনে আজকের আলোচনা কাজে লাগাতে পারি তবে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। শিবগঞ্জ থেকে আসা আব্দুর রউফ জানান আজকের প্রেরণা অবশ্যই বুকে ধারণ করে এগিয়ে যাবো। ডাক্তার হয়ে দেশ জাতির সেবা করবো। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য মেধাবীদের মূল্যায়ন করতে হবে। তাহলেই দেশ উন্নয়নের শিখরে আহরণ করবে।