শনিবার, ০১ মার্চ, ২০২৫
02 Mar 2025 01:44 am
![]() |
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:- নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস। ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান এবং শরিফুল ইসলাম বেগ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। এ মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক আড়াই থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।