রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 02:33 am
![]() |
স্টাফ রিপোর্টার:- ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের বাড়ীতে দা-ছুড়ি রেখে গেছে দৃর্বত্তরা।
এ ঘটনায় পুলিশ সেই দা-ছুড়ি উদ্ধার করে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
২৭শে ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় আলাউদ্দিন হাওলাদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন হাওলাদারের ছেলে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী ছিফাত হাওলাদার বলেন, পূর্ব শক্রতা অনুযায়ী আওয়ামীলীগের দোসরা আমাদের রাজনীতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য এ দা-ছুড়ি আমাদের বাসায় রেখে গেছে।পরবর্তীতে আমরা এগুলো দেখতে পেয়ে পুলিশ কে জানালে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম এসে উদ্ধার করে নিয়ে যায়।
সিফাত এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এ ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের শাস্তি দাবী করেছে।
এ বিষয়ে এস আই তাজীব বলেন, আমরা খবর শুনে দা-ছুড়ি জব্দ করেছি।