রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 03:03 am
![]() |
উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার শনিবার সকালে বায়তুর রহমান রহমান সেন্ট্রাল জামে মসজিদ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্র মাহে রমজান র্যালী বের হয়।উলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় র্যালী পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ড. মনিরুজ্জামান ইউসুফী,মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা মোমিনুল ইসলাম ফরহাদ, মাওলানা আজহার আলী, মাওলানা রফিকুল ইসলাম ড.শফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত র্যালীতে আলেম উলামা, ইমাম,খতিব, মুয়াজ্জিন ও সর্বোস্তরের ইসলাম প্রিয় জনসাধারন অংশ গ্রহন করে।
উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর বলেন রমজান তাকওয়ার মাস এ মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও অশ্লীল কার্যকলাপ বন্ধ করার অনুরোধ করেন। এছাড়া সরকারকে দ্রব্যমূল্য কমানোর আহবান জানান।অনুষ্ঠানে শেষে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির।