শনিবার, ০১ মার্চ, ২০২৫
02 Mar 2025 02:05 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে শনিবার বগুড়ার কাহালু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।