বৃহস্পতিবার, ০৬ জুন, ২০২৪
05 Dec 2024 08:08 am
লায়ন মোঃ গনি মিয়া বাবুল:-
জাতীয় ফল কাঁঠাল
স্বভাব তার আঠাঁল,
পুষ্টি গুণে ভরপুর
অধিক জন্মে গাজীপুর।
হলুদ রঙের সুমিষ্ট
কাঁঠাল সর্বত্র পরিদৃষ্ট,
পাতা ফুল ফল
বিচিতে অধিক বল।
কাঁটায় ভরা দেহ তার
রসময় রসে একাকার,
কত যে গুণ তার
এই ফল জনতার।
পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ।
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি