শনিবার, ২৫ মার্চ, ২০২৩
12 Apr 2025 02:42 pm
![]() |
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উপলক্ষে নানা বার্তা দিয়ে থাকেন অনেক তারকাই। তেমনি রমজান উপলক্ষেও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে অনেক তারকাই প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। তাদের মধ্যে অন্যতম ঢাকাই সিনেমার দুই চিত্রনায়ক জায়েদ খান ও অনন্ত জলিল।
রমজানের প্রথম দিনে সন্তানদের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অনন্ত জলিল। ছবিতে দেখা যায়, মরুভূমির বুকে সন্তানদের জড়িয়ে দাঁড়িয়ে আছেন নায়ক। তাদের পড়নে জুব্বা ও মাথায় বাঁধা এরাবিয়ান রুমাল।
ছবিটির ক্যাপশনে অনন্ত লেখেন, ‘রমজান মোবারক! একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, তিনি আপনাকে কখনো একা ছেড়ে যাবেন না এবং সবসময় আপনাকে পথ দেখাবেন।’
এদিকে রমজান শুরুর আগের দিন টুপি-পাঞ্জাবি পরিহিত মোনাজাতরত নিজের পুরনো একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান।
‘ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত রোজা ও নামাজ পড়ার তৌফিক দান করুন।’