বুধবার, ১৫ মে, ২০২৪
24 Nov 2024 09:34 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:- গোপালভোগ,হাড়িভাঙা বোম্বাইসহ দেশি জাতের পাকা আম পলাশবাড়ীতে বিক্রি করতে দেখা যাচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর আগেভাগেই সাতক্ষীরার আম বাজারে আসে।
এদিকে,মান হিসেবে ও শ্রেণিভেদে প্রতি মণ এই আম বিক্রি হচ্ছে ১৫০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন ফলন কম হওয়ায় গত বছরের তুলনায় এবার দাম দ্বিগুণ।
দেশের বিভিন্ন অঞ্চলের আম পলাশবাড়ী বাজর দখলে করতে আসতে শুরু করেছে।শ্রেণিভেদে ও মান হিসেবে প্রতি মণ আম বিক্রি হচ্ছে ১৫০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়।
আগে কেউ যেন কোনো ধরনের কেমিক্যাল মেশাতে না পারে সেটিও শুরু থেকেই তদারকি করা হচ্ছে। আগামী সপ্তহ থেকে গোবিন্দভোগ এবং ২১ মে হিমসাগর আম বাজারে আসবে বলে বিক্রেতারা বলছেন।
অপরদিকে ২২ মে হিমসাগর,২৯ মে ল্যাংড়া এবং ১০ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু বলেন,স্থানীয় কয়েকটি জাতের আম বাজারে বিক্রি শুরু হয়েছে।পর্যায়ক্রমে ২২ মে হিমসাগর,২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রাপালি আম দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ হবে।মনে রাখতে হবে গাছের সব আম একসাথে পাকে না। সুতরাং আমের রং আসার আগে আমদানী না করার জন্য অনুরোধ জানান বিক্রেতাদের।