রবিবার, ২৪ মার্চ, ২০২৪
25 Nov 2024 12:03 pm
কুমিল্লার দেবিদ্বারে দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে তারতিল হিফজুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ ।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি-২৪'র অন্যতম যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যাপক মো: ইকবাল হোসেন রাজু।
এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক ছাএলীগ নেতা হাজী তানজির আহাম্মদ তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আবু বকর, সাংবাদিক আবুল বাশার, দেবিদ্বার রিপোর্টাস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ্ শাহিদ উদ্দিন সবুর, সাবেক ছাএনেতা বশির আহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠানটির অর্থ বিষয়ক সম্পাদক কাজি সাকিল আহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক মো: ইকবাল হোসেন রাজু বলেন, এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন অত্যান্ত তাৎপর্যপূর্ণ ও সমাজের জন্যও উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ মহানবী (সাঃ) এতিমদের ভালবাসতেন।
সভায় বক্তারা পবিত্র রমজানের পবিত্র
এই মাসে সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী এতিম, দরিদ্র ও অসহায়, দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা সহ মাদ্রাসার দেড় শতাধিক এতিম শিশু অংশ গ্রহণ করেন।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদ উল্লাহ্