বুধবার, ০৫ জুন, ২০২৪
06 Apr 2025 12:21 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক,মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শফি আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার লোটন।
শোকবাণীতে তিনি বলেন, “আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শফি আহমেদের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। তার মৃত্যুতে আওয়ামিলীগের ছাত্র সংগঠন একজন অভিভাবককে হারালো। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর শূন্যতা পূরণ করে দিন।
তিনি আরও বলেন, মহান অল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল গুনাহ খাতা মাফ করে দিন, তাঁর নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তাঁর শোকাহত স্ত্রী, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”