শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
23 Aug 2025 01:18 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অনুভূতি আমার কাছে শুভকর, আনন্দময়। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন, সে দায়িত্ব প্রাণ দিয়ে সফল করার চেষ্টা করব। এ দায়িত্বকে আমি পবিত্র দায়িত্ব মনে করি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।