মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪
26 Nov 2024 08:41 am
৭১ভিশন ডেস্ক:- নতুন বছরের শুরুতেই দুটি শৈত্যপ্রবাহের তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর। বছরের শুরুতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় অনুভূত হচ্ছে কনকনে শীত।
সোমবার (১ জানুয়ারি) চলতি জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতও এ মাসে কম হতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
তবে অন্য সময়ের চেয়ে এবারের জানুয়ারিতে একটু বেশি উষ্ণ থাকেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে। গত বছরের ডিসেম্বরেও সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। এল নিনোর (জলবায়ুর একটি বিশেষ ধরন) প্রভাবে এমনটা হয়েছে বলে জানান তিনি।