শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
01 Aug 2025 05:11 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুরপ্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-২(ইসলামপুর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি, এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও জামালপুর-২ আসনের এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
জেলা ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় জামালপুর জেলা জাতীয় পার্টির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলাজাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মানিক, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুল্লাহসহ অনেকেই বক্তব্য রাখেনে।
বক্তারা ইসলামপুর বাসীর সার্বিক উন্নয়নে আগামী ৭জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য আহব্বান জানান। জনসভা মাঠ কানায় কানায় ভরে যায় এবং নেতাদের বক্তব্য ও মানুষের লাঙ্গল প্রতিকের জয়ধ্বনিতে ভোট দানের শ্লোগানে মাঠ মুখরিত হয়ে উঠে। এ যেন লাঙ্গলের বিজয়ের আভাস বহন করছে।