সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
04 Apr 2025 01:33 am
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:-ঢাকা:-২৪ নভেম্বর, রবিবার, ২০২৪।জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু'র সুপারিশক্রমে মেজর মোঃ মাহফুজুর রহমান (অব.)-কে জাতীয় পার্টি,ঝিনাইদহ জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বার্তা প্রেরক :-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।