মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
25 Nov 2024 12:56 pm
৭১ভিশন ডেস্ক:- ইসরায়েল সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলায় ইরানের প্রায় সব পেট্রল স্টেশন অচল হয়ে পড়েছে। সোমবার সকালের দিকে এই হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, সোমবার ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকার প্রিডেটরি স্প্যারো গোষ্ঠী সাইবার হামলা চালিয়ে ইরানের পেট্রোল পরিষেবা বিকল করে দিয়েছে।
দেশটির তেলমন্ত্রী জাভেদ ওজি বলেন, সাইবার হামলার ফলে দেশটির প্রায় ৭০ শতাংশ পেট্রল স্টেশন আক্রান্ত হয়েছে। বহিঃশক্তির চক্রান্তে এটি ঘটেছে বলে অভিযোগ করেছে ইরান।
ইরানের সাইবার নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ‘এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পেট্রোল পরিষেবায় ব্যাঘাতের সম্ভাব্য সব কারণ বিবেচনায় নিয়ে এই তদন্ত করা হচ্ছে।’
এবারই প্রথম নয়, এর আগেও ঐ হ্যাকার গোষ্ঠীটি ইরানের পেট্রোল স্টেশন, রেলওয়ে এবং ইস্পাত কারখানার নেটওয়ার্কে সাইবার হামলার দাবি করেছিল বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
২০২১ সালের পর এবারই প্রথম ইরানজুড়ে পেট্রোল নেটওয়ার্কে এই ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। ঐ বছর সাইবার হামলা চালিয়ে ইরানের পেট্রোল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে বিকল করে দেওয়া হয়।