সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
23 Aug 2025 02:53 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার দুই দশক পেরিয়ে গেলেও টেস্ট ক্রিকেটে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। তবে এরই কিছু কিছু টেস্ট জয় বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যার মধ্যে অন্যতম ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। বাংলাদেশ দলের সাবেক আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে প্রায় দুই বছর আগে বাংলাদেশ জিতেছিল সেই টেস্ট।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও আসলো সেই ম্যাচের কথা। তবে ডোমিঙ্গো যুগের এই ম্যাচের কথা শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে খানিক বিরক্তি নিয়েই যেন হাথুরুসিংহে বললেন, ‘অন্য একটা দেশের কথা বলছেন আপনারা। এটা সম্পূর্ণ ভিন্ন খেলা।’
সিলেটের মাঠ নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা এখানে খুব বেশি টেস্ট ম্যাচও খেলিনি। একটি টেস্ট খেলেছি, যদি আমি ভুল না করে থাকি। আমরা জানি না, উইকেট কেমন আচরণ করবে। কারণ, আমাদের এখানে খেলার ইতিহাস নেই। এই মুহূর্তে আমাদের জন্য সবই অজানা।’
দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেললেও হাথুরু বললেন জাতীয় লিগের কথা, ‘এনসিএল ম্যাচ, আমরা এনসিএল ম্যাচ ব্যবহার করেছি খেলোয়াড়দের প্রস্তুতির জন্য। বিশেষ করে যারা বিশ্বকাপে খেলেছিল, তাদের জন্য। বেশির ভাগ ব্যাটসম্যানই সেই সুযোগটা কাজে লাগিয়েছে। এ ছাড়া বাকিরাও এনসিএল খেলছিল।’