বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
23 Apr 2025 02:25 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঢাকা- ১৯ অক্টোবর,বৃহস্পতিবার ২০২৩ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতিঝিল থানার সভাপতি মোঃ জুবের আলম খান রবিন-এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ আজ কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক- মোঃ জহিরুল আলম রুবেল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য- হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. মোঃ রেজাউল ইসলাম ভূইঁয়া, প্রেসিডিয়াম সদস্য- জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান- তারেক এ আদেল, সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক-মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- সুজন দে,আকতার হোসেন দেওয়ান, শরফুদ্দিন আহমেদ শিপু, যুগ্ম প্রচার সম্পাদক-শেখ মাসুক রহমান, মহানগর নেতা- মাহবুবুর রহমান খসরু, নেয়ামত উল্লাহ নবু, এম এ সাঈদ, আব্দুল কাইয়ুম ও পল্লী হোসেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন- জাতীয় পার্টির নেতাকর্মীরা হত্যা সন্ত্রাস ও কোন অনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী নয়। আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদেরকে এই শিক্ষা দেন নাই। জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন’কে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে সরকার ও প্রশাসনের কাছে রবিনের নামে মামলাটি প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবি জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করছি।
সমাবেশে উপস্থিত ছিলেন- পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান- মোঃ আরিফুর রহমান খান, কেন্দ্রীয় নেতা- হুমায়ুন খান, সুলতান মাহমুদ, খোরশেদ আলম খুশু, এম এ সোবহান, মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, মহানগর নেতা- আকবর আলী চৌধুরী, অপু সিকদার, আফতাব গণি, মেহবুব হাসান, হুমায়ুন কবির মজুমদার, হুমায়ুন কবির কালা, এ কে এম হিরু বাবুল, জাকির হোসেন, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ সেলিম উদ্দিন সহ বিপুল সংখ্যক জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে অন্যান্য বক্তারা অবিলম্বে জুবের আলম খান রবিনের মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মামলাটি পুনঃ তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। অন্যথায় উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।