শনিবার, ০৩ আগস্ট, ২০২৪
21 Nov 2024 07:28 pm
ঢাকা- ০৩ আগস্ট, শনিবার, ২০২৪,কাটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টি তাদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে এবং তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহবান জানায়। সেই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বিগত বাজেট অধিবেশনে কোটা সংস্কারের পক্ষে বিশদভাবে বক্তব্য রেখে কোটা সংস্কার এর প্রস্তাব মেনে নেয়ার আহবান জানান। কিন্তু সরকার সেই দাবি প্রাথমিকভাবে মেনে না নিয়ে ছাত্রলীগ-কে দিয়ে বলপূর্বক আন্দোলন দমানোর উদ্যোগ নেয় পরবর্তীতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাতে দুই শত সত্তর জনেরও বেশি নিরস্ত্র ছাত্র-জনতা প্রাণ হারায়। দশ হাজারেরও বেশী মানুষকে আহত হয়েছে বলে জানা যায়। পুলিশ প্রকাশ্যে গুলি করে ছাত্র-জনতা হত্যা করে পরে সেই মামলায় ছাত্র-জনতাকেই আসামী করে।
আন্দোলনে নেতৃত্বদানকারী সম্বনয়কদের বাসা থেকে তুলে নিয়ে তাদের উপর অমানুষিক নির্যাতন করে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রাখে। হেফাজতের নামে হাসপাতালে চিকিৎসাধীন ছয় সম্বনয়ক-কে ডিবি অফিসে অবৈধভাবে আটকে রাখা হয়। যা কোনো আইনেই সমর্থন যোগ্য নয়।
সরকারের পক্ষ থেকে ছাত্রদের উপর নির্যাতন করা হবেনা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ছাত্র-জনতার উপর পুলিশের টিয়ার গ্যাস , রাবার বুলেট, ছররা গুলি, স্বয়ংক্রীয় অস্ত্রের গুলি, সাউন্ড গ্রেনেড, বহুতল ভবন এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ যৌথভাবে ছাত্রদের উপর আক্রমন করে যা এখনো চলমান। ইতিমধ্যে জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিশ হাজারের অধিক ছাত্র-জনতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। জাতীয় পার্টি উক্ত আন্দোলনে গ্রেফতারকৃত সকল ছাত্র জনতার মুক্তি দাবি করে।
উপরোক্ত অবস্থায় দেশে কোটা সংস্কারের চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ০৯ (নয়) দফা দাবি পেশ করা হয়েছে তার প্রতি জাতীয় পার্টি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে এবং ০৯ (নয়) দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহবান জানানো হয়।
ও স্বার্থক করার জন্য পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক-মোঃ মুজিবুল হক চুন্নু এমপি,মহাসচিব, জাতীয় পার্টি ও বিরোধীদলীয় চীফ হুইপ,বাংলাদেশ জাতীয় সংসদ