বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
01 Feb 2025 10:57 am
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
প্রধানমন্ত্রী শুক্রবার ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। তিনি ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অধিবেশনে ভাষণ দেবেন।