বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
25 Nov 2024 10:44 am
৭১ভিশন ডেস্ক:- প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হারলেও তৃতীয় ম্যাচে পাল্টা জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অজিদের ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যবধান ২-১ করে সিরিজে টিকে থাকলো প্রোটিয়া দল।
৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার করা ৩৩৮ রানের জবাবটা ভালো মতোই দিচ্ছিল অজি দল। এক পর্যায়ে স্কোর ছিল ১৯তম ওভারে ২ উইকেটে ১৫৭! যার পেছনে মূল অবদান ডেভিড ওয়ার্নারের ৫৬ বলের বিস্ফোরক ৭৮। ১৫৭ রানে তৃতীয় উইকেটে তার আউট হতেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। ২০০ রানের মধ্যে পড়েছে অষ্টম উইকেট। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে।
প্রোটিয়াদের হয়ে ৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজে। তবে মূল প্রভাবক ছিলেন প্রোটিয়া দুই স্পিনার তাবরাইজ শামসি ও কেশব মহারাজ। ২৯ রানে দুটি উইকেট নিয়েছেন শামসি। ৩৭ রানে সমখ্যক উইকেট নিয়েছেন কেশব মহারাজও।
পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করা প্রোটিয়ারা শুরু থেকেই অজিদের ওপর চড়াও হয়ে খেলেছে। ফিফটির দেখা পেয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও অধিনায়ক তেম্বা বাভুমা। বাভুমা ৫৭ রানে ফিরলেও সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন ডি কক। শেষ পর্যন্ত ৭৭ বলে ৮২ রানে আউট হয়েছেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়। তার পর দলের স্কোর তিনশো রান ছাড়িয়েছে এইডেন মারক্রামের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৭৪ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরাও এই প্রোটিয়া ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে ৩৯ রানে দুটি উইকেট নিয়েছেন ট্রাভিস হেড।