রবিবার, ২৩ জুলাই, ২০২৩
25 Nov 2024 04:35 pm
৭১ভিশন ডেস্ক:- পিএসজির এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি এবার প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ায়। সেই সফরে এমবাপ্পেকে রাখেনি পিএসজি। তাকে বিক্রি করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এমবাপ্পেকে দল থেকে বাদ দেয়ায় এবার ফরাসি এই তারকার দলবদলের গুঞ্জন পৌঁছে গেছে ভিন্ন মাত্রায়।
কিলিয়ান এমবাপ্পের দলবদলের খবর এখন যেন বিনোদনের অংশে পরিণত হয়েছে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষনা দেয়ার পর পিএসজিকে একটি চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়েছেন আগামী মৌসুমে তিনি আর চুক্তি নবায়ন করতে চান না ।
এমবাপ্পের সেই চিঠির পর পিএসজি তাকে ছেড়ে দিতে যেন উঠে পরে লেগেছে। কারণ এখন এমবাপ্পেকে বিক্রি করতে না পারলে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন ফরাসি এই তারকা। সেই ক্ষেত্রে তার দলবদল থেকে পিএসজির কোনো আয় হবে না। তাই এখনই এমবাপ্পেকে বিক্রি করে দিতে মরিয়া হয়ে পড়েছে ক্লাবটি।
এদিকে এমবাপ্পে পিএসজিকে এখন ছাড়তে চান না। চুক্তির মেয়াদ শেষ হলেই কেবল ক্লাব ছাড়তে চান এমবাপ্পে। সেই ক্ষেত্রে পিএসজি থেকে বোনাস পাবেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার পরদিনই পিএসজি থেকে পেয়েছেন নতুন প্রস্তাব।
আগামী ১০ বছরের জন্য ৮৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপ্পেকে ধরে রাখতে চায় পিএসজি। তবে সেই ক্ষেত্রে অবশ্যই চুক্তি নবায়ন করতে হবে এমবাপ্পেকে, জানিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।