বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
24 Nov 2024 05:07 pm
গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সংরক্ষিত জলসীমায় ব্যতিক্রমধর্মী এ কনসার্টের আয়োজন করা হয়। এতে বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে এ কনসার্টে গাওয়া হয় বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ‘ইয়েলো সাবমেরিন’ ও জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ‘ফিনস’।
ছবি- সংগৃহীত
কনসার্টে অংশ নেয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা সকলের নজর কেড়েছে। পরিবেশ রক্ষায় আয়োজিত এ কনসার্ট উপভোগ করেছেন শত শত সাঁতারু ও ডুবুরিরা।
এ জলসীমার নাম ‘ফ্লোরিডা কিস ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারি’। ১৯৯০ সালে ৯ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এ এলাকা গড়ে তোলা হয়, যার বিশাল জায়গাজুড়ে রয়েছে প্রবালপ্রাচীর। ব্যাতিক্রমধর্মী এ কনসার্টের নাম দেয়া হয় ‘দ্য লোয়ার কিস আন্ডারওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল’।
অন্য একটি বিষয় যা কনসার্টটিতে বৈচিত্র্য এনে দিয়েছে, তা হলো এতে অংশ নেয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য লিটল মারমেইড’ এর আদলে সেজেছেন তারা সবাই।
ছবি- সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কনসার্টটির ভিডিওতে দেখা যায়, সাগরের তলদেশে গিটার ও উকুলেলেসহ নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন কয়েকজন। আরেকজন গাচ্ছেন গান। তাদের অনেকেই শরীরে হরেক রঙের লেজ ও পাখা লাগিয়ে সেজেছেন মৎস্যকন্যা। সঙ্গে পিঠে বাঁধা রয়েছে অক্সিজেন সিলিন্ডার। আর চারপাশে সাগরতলের বৈচিত্র্যময় পরিবেশ।
পরিবেশ রক্ষায় আয়োজিত এ কনসার্ট উপভোগ করেছেন শত শত সাঁতারু। স্থানীয় রেডিও স্টেশন ১০৪.১ এফএমে এটি সম্প্রচার করা হয়। আর পানির নিচে গানগুলো যেন শোনা যায়, সে জন্য স্থাপন করা হয় বিশেষ ধরনের ওয়াটারপ্রুফ স্পিকার।
সূত্র: রয়টার্স