বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
01 Aug 2025 08:18 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আগামী ২০ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ইউনিট ও উপজেলা কমান্ডের এক যোগে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আজমল হোসেন, শফি উদ্দিন, জাহের আলী, তহির উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, আবু তাহের, ফজলুল হক, আমজাদ হোসেন, হাফিজার রহমান প্রমুখ। সভায় আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ও বিগত কমান্ডের কার্যকলাপ নিয়ে বিশদ আলোচনা করা হয়।