শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
02 Aug 2025 03:04 am
![]() |
রাজিবুল হাসান নুর.পলাশবাড়ী(গাইবান্ধা):- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) নামের দুই মাদককারাবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান।
গ্রেফতার হওয়া বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।
অভিযানিক দলটি জানায়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন,গ্রেফতার কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।