বুধবার, ২২ মার্চ, ২০২৩
23 Aug 2025 11:10 pm
![]() |
নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২মার্চ) বিকেলে উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
মো. আশিকুর রহমান টুটুল