মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
01 Aug 2025 04:23 pm
![]() |
খোকন হাওলাদার: গত ১০/০৩/২০২৩ ইং তারিখ (শুক্রবার) আনুমানিক দুপুর ০১.৩০ ঘটিকার সময় জান্নাতুল আক্তার রিয়া (১০) নামে এক শিশু ঢাকা জেলার সাভার মডেল থানাধীন, সাভার পৌরসভার ০৩ নং ওয়ার্ডের সোবহানবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জান্নাতুল আক্তার রিয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন পদমদী ধোপপাড়া গ্রামের মোঃ হৃদয় এর মেয়ে, সে বাবা মায়ের সাথে সাভার মডেল থানাধীন সোবহানবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
নিখোঁজ জান্নাতুল আক্তার রিয়া সাভার কলেজিয়েট স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী। তার শারিরীক গঠন, লম্বা কালো চুল, চামড়ার রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, ওজন ৩০ কেজি, নিখোঁজের দিন মেরুন রঙের কামিজ ও পায়জামা পরনে ছিলো। সাভার মডেল থানার জিডি নং ১০০০, তারিখ ১২/০৩/২০২৩ ইং। কেউ সন্ধান পেলে জরুরি যোগাযোগ : ০১৭২৭৫১২৩০৬।