রবিবার, ০৫ মার্চ, ২০২৩
10 Jan 2025 03:25 pm
একাত্তর ভিশন ডেস্কঃ- বগুড়া সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমি মাঠে রোববার বেলা ১১টায় সোসাইটি ফর সোশাল এ্যান্ড টেকনোলজি সাপোর্ট (এসএসটিএস) এর আয়োজনে বিনাম‚ল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে অত্র সংস্থার কার্যক্রম ও প্রতিষ্ঠানের পরিচিতি পেশ করেন এরুলিয়া আইডিয়াল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান।
তিনি বলেন, দুঃস্থ, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য এসএসটিএস কাজ করে যাচ্ছে। তারই ধারাবহিকতায় এসএসটিএস বাংলাদেশ এর পক্ষ থেকে আজ ২২ জন মহিলাকে সেলাইয়ের প্রশিক্ষণসহ তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন প্রশিক্ষণার্থীদের থেকে তাদের অনুভুতি শুনেন এবং কর্মদক্ষতা যাচাই করেন। আরোও বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মুর্শিদ সা’দী।