বুধবার, ৩০ জুলাই, ২০২৫
30 Jul 2025 04:51 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন—উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও গৌরাঙ্গ হালদার প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ৷