বুধবার, ০১ মার্চ, ২০২৩
12 Jan 2025 03:51 pm
এস এম দৌলত,জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ২০ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সহ ৩৪ টি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
১লা মার্চ ২০২৩ বুধবার সকাল ১০ টায় দুদকের আয়োজনে বগুড়া শহরের টিটু মিলনায়তনে ওই গণশুনানি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ওই গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান।
জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা সহজীকরণ এবং হয়রানি বা দুর্নীতি বন্ধে এই গণশুনানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুর্নীতি দমন করতে সকলের সহযোগিতা কামনা করে এসময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক বলেন, 'দুদক একাই সবকিছু করতে পারে না। তাই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।'
তিনি বলেন, বগুড়ার মানুষ অধিকার বিষয়ে অত্যন্ত সচেতন। এছাড়াও সাংবাদিকদের সাহসী মানসিকতা আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই যখন নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন তখন দুর্নীতি নির্মূল করা আমাদের জন্য অনেক সহজ হবে।'
সবার পাশে থাকার আশ্বাস দিয়ে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, ' কারো ভয়ে বা চোখ রাঙানোয় চুপ করে না থেকে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনাদের পাশে থাকবো সবসময়।'
এসময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম বলেন, 'জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। কেননা সেবার মানসিকতার যদি ব্যাঘাত ঘটে তবে সেটা দুর্নীতির আওতায় পড়ে। আর্থিক দুর্নীতির মতোই এটাও এক প্রকারের দুর্নীতি। তাই আমাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে।'
বুধবার গণশুনানির ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাধারণ জনগণ।