মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
24 Aug 2025 01:28 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার আদমদীঘি উপজেলা প্রসাশনের আয়োজনে দিন ব্যাপী ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলা শহীদ মিনার চত্তরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, ওসি রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা প্রসাশনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি স্টল স্থান পায়।