মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
24 Aug 2025 12:36 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মামলায় আমিনুল ইসলাম (৩৮) নামের আসামিকে একমাসের সাজা দেয় বিজ্ঞ আদালত। এরপর আত্নসমর্পণ না করে ৭ মাস ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে ধরা খেল পুলিশের হাতে।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমিনুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে।ঘটনার সত্যতা তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, গ্রেফতার আসামির প্রথম স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন।
বিজ্ঞ আদালত গত বছরের মাঝামাঝি সময়ে একমাসে সাজা দেন করেন। কিন্ত আত্মসমর্পণ না করে তখন থেকেই সে আত্মগোপনে ছিল। সেই থেকে আসামি আমিনুল ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে জানান এই কর্মকর্তা।