বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 10:46 pm
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাড়ে এগারো হাজার পাঠ্যবই পাচারের মামলায় ৩ আসামির ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সাতদিনের রিমাণ্ড আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরের গাইবান্ধা জেলা আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান আসামিদের ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ, ট্রাক চালক শ্যামল মিয়া ও তার ভাই রাসেল মিয়া।
জানা যায়, গত রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য বই ভর্তি একটি ট্রাকসহ চালক শ্যামল (৩৩) ও তার ভাই রাসেল মিয়াকে আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। আটককৃদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অফিস সহায়ক মাজেদুর রহমানকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মণ্ডল বাদি হয়ে অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ (৪৫), ট্রাক চালক শ্যামল মিয়া (৩৩) ও তার ভাই হেলপার রাসেল মিয়াকে (৩০) আসামি করে একটি মামলা করেন।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে তিন আসামিকে ২ দিনের করে রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।