মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
23 Aug 2025 03:32 am
![]() |
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে সচেতন সংস্কৃতি কর্মীরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে অনেক সাংস্কৃতিক ও সচেতন কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসকের কাছে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান মুনির এর অপসারন, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিত করার আহবান জানান।
পরে সাধারণ শিল্পীরা বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি মো. হাবিবুর রহমান এর কাছে একটি স্মাড়কলিপি প্রদান করেন।