সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 07:28 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নের নওহাটি চাচীয়া গ্রামে সোমবার সকালে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ চাচা আব্দুল মতিন (৫০) কে আটক করেছে।
থানা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নওহাটি চাচিয়া গ্রামে শাহীন মিয়া ও চাচা আব্দুল মতিন মিয়ার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে শাহীন মিয়া তার ভাই শাহ আলম, লুৎফর, রাঙ্গা মিয়া, রাকিব, শামীমসহ চাচা আব্দুল মতিনের লোকজনের সাথে এক সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মিয়া মারা যান। এ ঘটনায় শাহীনের চাচা আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারু মোকাদ্দেম, এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।