বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
31 Jul 2025 11:47 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-আজ ৩০ জুলাই রোজ বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে উম্মুক্ত গণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হানিফ বলেন, গত ৫ আগষ্ট ২০২৪ ছাত্র জনতার গণআন্দোলনে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পরে ৮ই আগষ্ট অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন।২০ সেপ্টেম্বর ২০২৪ অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছেন ১৫ দিনের মধ্যে উপদেষ্টা ও উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করবেন।
কিন্তু গত ১১ মাসেও তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করেনি। গত ১৫ বছর দেশে সীমাহীন দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কোন জবাবদিহিতা ছিলো না।জনগণ মনে করছে অন্তর্বর্তী সরকার সেই জবাবদিহিতা নিশ্চিত করবেন।বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবেন দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার গত ১১ মাসে কিছুই করতে পারেনি এবং নিজেদের ঘোষণাকৃত ওয়াদা এবং জবাবদিহিতাও নিশ্চিত করতে পারেনি।
আমি গত ১৫ বছর যাবত দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে সব জেলা-উপজেলা প্রদক্ষিণ করে প্রতিবাদ জানিয়েছি। যখন যেখানে অন্যায়-অবিচার হয়, সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করি। তারই ধারাবাহিকতায় আমি গত ৫ ডিসেম্বর ২০২৪ উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। উপদেষ্টারা মহামান্য রাষ্ট্রপতি থেকে শপথ নিয়েছেন সে জন্য গত ৬ মে ২০২৫ মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছি উপদেষ্টা সম্পদের হিসাব প্রকাশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
গত ১৫ই জুন দুদক চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি উপদেষ্টাদের সম্পদের হিসাব তদন্ত করে জনগণের সামনে প্রকাশ করার জন্য। গত ২৪ জুলাই মন্ত্রীপরিষদ সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করার জন্য। দুঃখজনক হলেও সত্য একজন নাগরিক হিসেবে এত গুলো চিঠি দেওয়ার পরেও কোন উওর পাইনি। সেজন্য আজ এই উম্মুক্ত গণসংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলন প্রধান অতিথি শেখ নাসির উদ্দীন বলেন, ঐকমত্য কমিশন নয় যেন চট্টগ্রামের মেজবান উৎসব চলছে। প্রতিদিন ঐকমত্য কমিশনে বুফে খাওয়ার উৎসব হয়। আমরা জানতে চাই প্রতিদিন এই মেজবান উৎসবে কত টাকা খরচ হয়।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন দিদারুল আলম, সৌরভ হোসেন বেলাল, মনির হোসেনসহ সমতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।