সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 02:36 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে আদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু। বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছোলায়মান আলী, জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, উপজেলা আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম লিখন, সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, ফরিদ সরকার, মিজানুর রহমান, মিনহাজুল ইসলাম, আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, রিয়ন সরকার, রুহুল আমিন, জাহিদুল, লিটন, ঠান্ডু প্রমুখ।
আবু মুত্তালিব মতি