সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 01:19 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে এক ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় বাসটির ধাক্কায় ২ মোটরসাইকেলসহ ৩ আরোহী নিহত হয়েছেন।
সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কর পলাশবাড়ীর শহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫) ও কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়াগতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে হতাহত হন অনেকে। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়ত্বরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘেষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ৩ জন মারা গেছেন। ওসি মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।