সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 09:56 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে বগুড়ার কাহালুর বাখরা বালিকা উচ্চ বিদ্যালয় ও মুরইল ইউনিয়ন পরিষদে অত্র ইউ পির চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিলের নিজস্ব অর্থায়নে সমাজের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালুর মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, মুরইল ইউ পি সচিব ছালমা খাতুন, মুরইল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মো. লিটন কবিরাজ, মুরইল ইউ পি সদস্য জাহিদুর রহমান, জিল্লাল মন্ডল, তবিবর রহমান, সোহাগ হোসেন, তারা বেগম, আত্তারুল প্রামানিক, এমদাদুল হক মল্লিক, সিহাব, সাবেক ইউ পি সদস্য মাকছুদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ইউএনও মেরিনা আফরোজ মুরইল ইউনিয়নের ভূমি অফিস, ভালতা আবাসন প্রকল্প, মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করেন।