রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 10:51 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচির ২ লাখ ৩৮ হাজার কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
রোববার (১৫ জানুয়ারি) দুপরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষিত ২ লাখ ৩৮ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বেকার সমস্যা দূরীকরণে ২০০৯ সালে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প চালু হয়। প্রকল্পের আওতায় দেশের ৩৯ জেলার ১৩০টি উপজেলাতে প্রায় ২ লাখ ৩৮ হাজার শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের নিয়োগ দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সেবা, মৎস্য, যুব উন্নয়ন অধিদফতর, প্রাণি সম্পদসহ বিভিন্ন গ্রেডে যোগদান করে প্রশিক্ষিতরা।
ভুক্তভোগীরা বলেন, অন্য চাকরির আশা ছেড়ে আমরা ন্যাশনাল সার্ভিসে যোগ দিয়েছিলাম। কিন্তু দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এতে প্রকল্পের ২ লাখ ৩৮ হাজার কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে অনেকের চাকরির বয়সসীমা শেষ হয়েছে। এখন শিক্ষিত বেকারের অভিশপ্ত তকমা লাগিয়ে দিন কাটছে। যা দেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি।