রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 01:02 am
সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ উপলক্ষে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ৫দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। রবিবার এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্ত হয়।
শিক্ষক প্রশিক্ষনে ১০টি বিষয়ে ৫শত ৯০জন শিক্ষককে ৩০ জন ট্রেইনার প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী।
প্রশিক্ষন কার্যক্রমে সহযোগিতা করেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, হাবিবুল আলম, তাজুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ। শিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু প্রশিক্ষনার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য গত ৬ জানুয়ারি থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। গত ১৫ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়।