রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
19 Dec 2024 01:59 am
মোরশেদুল ইসলাম রবি বগুড়া:- বগুড়া জেলা কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঐতিহাসিক কাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি রহ্মায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সু-দৃষ্টি কামনা করেন বিদ্যালয়টি প্রধান শিহ্মক আব্দুল মান্নান সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। প্রায় ৬শত ছাত্র /ছাত্রী পাঠদান বিদ্যালয়ের পাশে সরকারী খাস পুকুর ধসে বেশ কয়েকটি শ্রেণী কহ্ম পুকুরে ধসে অপেক্ষা মান। স্থানীয় সংসদ সদস্য সদ্য সাবেক এমপি মোশাররফ হোসেন বিদ্যালয় পরিদর্শন করে।
কিন্তু সমস্যা সমাধান হয় নাই। বিদ্যালয়টি প্রধান শিহ্মক আব্দুল মান্নান বলেন বিদ্যালয় রহ্মায় বেশ কয়েক বার উপজেলা নির্বাহী অফিসার ও সংসদ সদস্য কে জানিয়েও লাভ হয় নাই। তাই বিদ্যালয়টি রহ্মায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন প্রধান শিহ্মক আব্দুল মান্নান। কোমলমতিশিশুদের শিহ্মামান ফিরিয়ে দিতে শিহ্মা বাধ্যব মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় বিদ্যালয়টি রহ্মা হতে পাড়ে।