শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 03:52 pm
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট, রাজবাড়ির দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়েছে এই পথে যাতায়াতকারী গাড়ি। ভোগান্তিতে পড়েছে এসব গাড়ির যাত্রী, চালক ও সহযোগীরা।